স্বামীকে হত্যা করে প্রেমিকের সঙ্গে একই ঘরে
শাহাদাত হোসেন অপু, শ্রীমঙ্গল প্রতিনিধি।।
প্রতি বছর পবিত্র মাহে-রমজান উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচী গ্রহন করে থাকে। ‘দ্যা হেল্পিং উইং’ সংগঠন মনে করে আমাদের দেশে অসংখ্য অসহায় ও দরিদ্র মানুষের বাস, তারা সারা দিন রোজা রাখেন কিন্তু তাদের সামান্য ইফতার কেনার সামর্থ্য হয় না। শুধু তাই নয়, এছাড়াও অনেক পথচারীর চলার পথে ইফতার করার সময় ও সুযোগ হয় না। ঐ সকল রোজাদারদের মাঝে সামান্য ইফতার বিতরণের মাধ্যমে আমরা আমাদের সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা হতে কিছু করতে চেষ্টা করছি। নৈতিক দায়িত্ব ও মানবিক মূল্যবোধের আবেদনে সারা দিয়ে শ্রীমঙ্গল শহরের বিভিন্ন টার্মিনাল, রেলষ্টেশন, বিভিন্ন বস্তি এলাকায় মাসব্যাপী আমাদের ইফতার সেবা কার্যক্রম চলে।
‘দ্যা হেল্পিং উইং’ দৃঢ় ভাবে বিশ্বাস করে আমরা সবাই যদি আমাদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে এগিয়ে আসি তাহলেই একদিন ক্ষুধা ও দারিদ্রমুক্ত শান্তিময় এক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘দ্যা হেল্পিং উইং’ সংগঠনের উদ্যোগে মাসব্যাপী ২ টাকা ইফতার বিতরণের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ৪ তম দিনে শ্রীমঙ্গল উপজেলায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
বুধবার (৬ এপ্রিল) ২০২২ খ্রিঃ বিকেলে শ্রীমঙ্গল পৌরসভার গুহ রোডে অবস্থিত শ্রীমঙ্গল ক্যাবল সিস্টেম অফিসের সামনে দেখাগেছে হেল্পিং উইং এর সংগঠনের সকল সহকর্মীরা পথচারীদের হাতে ইফতার বিতরণ তুলে দিচ্ছেন । প্রতি বছরের ন্যায় এবারো রমজানের শুরু থেকেই চ্যারিটি অর্গানাইজেশন ‘দ্যা হেল্পিং উইং’ সংগঠনের মাধ্যমে দুই টাকার আহার এ কার্যক্রম অব্যাহত রয়েছে । বিগতদিন গুলোতেও বিভিন্ন মাদ্রাসা, পথচারী, বাস স্টেশন,রেলষ্টেশন, বিভিন্ন বস্তি এলাকায় বিভিন্ন এতিমখানায় ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দ্যা হেল্পিং উইং সংগঠনের সমন্বয়ক রিমু চৌধুরী,তাসনীম চৌধুরী,ওয়াসিফ আহমেদ,সামিন করিম,বিজয় চৌধুরী,অর্নব দেব,নাইয়াব হোসেন,আফরান হোসেন,সৌমিত্র দাস,ফরহাদ সানি,নাসির মিয়া,অনির্বান রায়,তাসনিয়া নাজরিন,শ্রীযা বিশাস সহ উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী, সংবাদ কর্মী আমিনুর রশীদ চৌধুরী রুমন প্রমুখ।