সিজারে মা’দের জীবন অকালে নষ্ট হয়ে যায়
অনলাইন ডেস্ক।।
সম্প্রতি দেশে দুই সহোদর শিশুর মৃত্যুর ঘটনায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোং লিঃ এর নাপা সিরাপে ক্ষতিকারক কিছু মেলেনি বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। গতকাল ১৪ই মার্চ সোমবার দুপুরে অধিদপ্তরে করা এক সংবাদ সম্মেলনে মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ এ তথ্য জানান।
এবিষয়ে মহাপরিচালক বলেন যে, ঐ দুই শিশুর জন্য বি-বাড়িয়ার যে ওষুধের দোকান থেকে বেক্সিমকোর নাপা সিরাপ কেনা হয়েছিল, সেই দোকান থেকে সংগৃহীত ওষুধের মান পরীক্ষা করে দেখা গেছে, ওষুধটির গুণগত মান সঠিক ছিল।
আরও জানান যে, মা ফার্মেসি নামের ওই দোকান থেকে আটটি বোতল সংগ্রহ করা হয়। তার মধ্যে সবটিতেই ফল ‘পজিটিভ’ এসেছে। এই সিরাপে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি। তিনি বলেন যে, সারা দেশ থেকে নাপা সিরাপের তথ্য সংগ্রহ করা হচ্ছে। ক্ষতিকারক কিছু পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে কুটোর ব্যবস্থা গ্রহন করা হবে।
নাপা সিরাপে ক্ষতিকর কিছু না পাওয়ায় নতুন করে কিছু সন্দেহ করছে তদন্ত কমিটির পুলিশসহ সংশ্লিষ্টরা। তবে সে জন্য শিশুদের ভিসেরা রিপোর্টসহ অন্যান্য বিষয়ে নিশ্চিত হতে চাইছে তারা।
এদিকে ঘটনার দিন দুপুরের খাবার খেয়েছে শিশুরা খিচুড়ি ও আচার পরিবারের পক্ষ থেকে জানানো হয়। সে ক্ষেত্রে খাবারের কারণে শিশুদের বিষক্রিয়া হয়েছিল কি না, সে বিষয়টিও এখন সামনে চলে এসেছে।
এছাড়াও দুটি মোবাইল ফোনের কল রেকর্ড নিয়েও কাজ চলছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। ঐ দুই মোবাইল ফোনে বেশ কিছুদিন ধরে অনেক সময় নিয়ে কথা-বার্তা হতো। এর একটি মোবাইল ফোন শিশুদের পরিবারের।