1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
ঋণের কবলে ব্যবসায়ী চিরকুট লিখে আত্মহত্যা!!! - আলোরদেশ২৪

ঋণের কবলে ব্যবসায়ী চিরকুট লিখে আত্মহত্যা!!!

  • প্রকাশিত : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৮১৩ বার দেখা হয়েছে

কমলগঞ্জে বাবা হত্যার আসামি ছেলে আটক

জি.এম.কৃষ্ণা শর্ম্মা, স্টাফ রিপোর্টার।।
কুলাউড়া শহরের দক্ষিণ বাজারে চিরকুট লিখে নিজ দোকানে ০৮ই মার্চ মঙ্গলবার গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেছেন ইন্দ্রজিত কুন্ডু (৪২) নামক এক ঋণগ্রস্থ ব্যবসায়ী। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পারিবারিক, ব্যবসায়ী ও পুলিশ জানায়, ব্যবসায়ী ইন্দ্রজিত কুন্ডু মঙ্গলবার খুব ভোরে অথবা শেষ রাতের দিকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান ইন্দ্রজিৎ স্টোরের ভেতরে একটি রডের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  করেন। পার্শ্ববর্তী সেলুনের লোকজন সকালে দোকান খুলতে এসে ইন্দ্রজিতের দোকানের শার্টার খোলা দেখতে পায়।
পরিবারের লোকজন দোকান খুলে ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে ব্যবসায়ী কল্যাণ  সমিতি ও থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এসময় ইন্দ্রজিতের হাতের লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়।
চিরকুটে লেখা ছিলো, “অর্থনৈতিকভাবে খুব কষ্টে আছি। ভাইদের সামার্থ্য আছে আমাকে ২-৩ লাখ টাকা দেয়ার কিন্তু তারা দেয় নি। আমি নিজে বড় ভাইদের কাছে অনেক টাকা পাবো। তারা আমায় কোন সাহায্য করেনি”।
তিনি আরও লেখেন, লাভলী (স্ত্রী) বাপের বাড়ি যেতে চায় নি। আমি জুরে (জোরপূর্বক) তাকে পাঠিয়েছি।
স্ত্রী লাভলী আর এক পুত্র সন্তান নিয়ে শহরের মাগুরা এলাকায় সুব্রত দেবের বাসায় ভাড়া থাকতেন ব্যবসায়ী ইন্দ্রজিত। সুইসাইড নোট অনুসারে সোমবার (০৭ই) মার্চ জোরপূর্বক স্ত্রী সন্তানকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেন ইন্দ্রজিত।খোঁজ নিয়ে জানা যায় বিভিন্ন এনজিওসহ বিভিন্ন ব্যক্তির কাছে ঋণগ্রস্থ ছিলেন ব্যবসায়ী ইন্দ্রজিত। ধারণা করা হচ্ছে ঋণে জর্জরিত হয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে তিনি কাউকে তাঁর মৃত্যুর জন্য অভিযুক্ত করেননি।কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম জানান, এটা আত্মহত্যা। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed