কমলগঞ্জে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত
কমলগঞ্জ প্রতিনিধি
টেকসই আগামীর জন্য জেন্ডার সমতায় আজ অগ্রগণ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে মঙ্গলবার ৮ই মার্চ সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি সোমাইয়া আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব অধ্যপক মোঃ রফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মদ হোসনে আরা তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ ভূইঁয়া প্রমুখ।
বক্তব্য রাখেন উপজেলা পুষ্টি কর্মকর্তা (সূচনা প্রকল্প) মোয়াজ্জেম হোসেন, সাংবাদিক শাহীন আহমেদ, ফ্যাশন ডিজাইনের শিক্ষার্থী
নোসরাত কবির জুলি প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।