কমলগঞ্জ প্রতিনিধি।।
লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে মানুষের কঙ্কাল উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে একদিনের অভিজ্ঞতা বিনিময় সফরে আসেন শেখ জামাল ইনানী জাতীয় উদ্যানের ইনানী সিএমসি কমিটির (০৫)পাঁচ সদস্যরা বিশিষ্ট প্রতিনিধি দল।
আজ ৭ই মার্চ সোমবার দুপুর ২:৩০ মিনিটের সময় লাউয়াছড়া জাতীয় উদ্যানে সিএমসি কমিটির অফিসে একদিনের অভিজ্ঞতা বিনিময় সফরে এক সভা অনুষ্ঠিত হয়। অভিজ্ঞতা বিনিময় সভায় উপস্থিত ছিলেন শহীদুল্লাহ্ কয়ছারের নেতৃত্বে শেখ জামাল ইনানী জাতীয় উদ্যানের ইনানী সিএমসি কমিটির পাঁচ সদস্যের প্রতিনিধি দল।
এসময়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানে সিএমসি কমিটির অফিসে উপস্থিত ছিলেন
শ্যামল কুমার মিত্র সহকারী বন সংরক্ষক (ওয়াল লাইফ সিলেট),মোঃ শহিদুল ইসলাম রেঞ্জ কর্মকর্তা শ্রীমঙ্গল রেঞ্জ ও সদস্য সচিব লাউয়াছড়া জাতীয় উদ্যান,
লাউয়াছড়া জাতীয় উদ্যনের সিএমসি কমিটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন
মোঃ আব্দুল মোছাবি চৌধুরী কোষাধ্যক্ষ লাউয়াছড়া জাতীয় উদ্যান, জনক দেববর্মা, মিতু রায়,অয়তুন, এস. এম মুমিনুল ইসলাম ফয়সল জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি,
গ্রীন লাইফ ও প্রতিবেশ প্রকল্পের কর্মকর্তা মোস্তফা কামাল প্রোগ্রাম কোর্ডিনেটর, মনিরুজ্জামান চৌধুরী সাইট অফিসার,মমতা দাশ,ট্যুর গাইড রামনন্দ মল্লিক ও শাহীন মিয়া প্রমুখ।