বসন্তের রঙ লাগুক প্রাণে – প্রাণে
অনলাইন ডেস্ক।।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে রুশ হামরাকে ভয়ংকর বলে মন্তব্য করেছেন। রাশিয়ার সেনা অভিযানকে আপত্তিকর, নৃশংস বলেও তিনি মন্তব্য করেছেন।
ইউক্রেনে রুশ হামলার দায় তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর চাপিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প আরো বলেন যে, বাইডেনকে দেখছি ড্রামের মতো বাজাচ্ছেন পুতিন। এটা দেখে অনেক কষ্ট হচ্ছে।
তিনি আরো বলেন যে , আমি এমন একজন, ব্যক্তি আমার সময় কোনো যুদ্ধ বাধাইনি। আমাদেরকে যুদ্ধ থেকে দূরে রেখেছি। দুর্বল মার্কিন প্রেসিডেন্টের কারণে বিশ্ব সব সময় বিপদের মধ্যে থাকতে হয়।
ফ্লোরিডায় রিপাবলিকান পার্টির সম্মেলনে অংশ নিয়ে জো বাইডেনের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য করেছেন ট্রাম্প। অথচ সপ্তাহখানেক আগেই তিনি ভিন্ন কথা বলেছিলেন।
তবে ইউক্রেনে রুশ হামলার জেরে মার্কিনিদের অবস্থান আন্দাজ করতে পেরেই তিনি ভোল পাল্টে ফেললেন।
আমেরিকার সাবেক এ প্রেসিডেন্টের (ট্রাম্প) দাবি করেছেন যে, সবাই জানেন এই ভয়াবহ দুর্যোগ কোনোভাবেই নেমে আসতো না, যদি আমাদের নির্বাচনে কারচুপি না হতো। আমি যদি প্রেসিডেন্ট থাকতাম, খুবই সহজ বিষয়- এ ধরনের কিছুই হতে না।
তিনি আরো বলেন যে, ইউক্রেনে রুশ হামলা ভয়ঙ্কর, আপত্তিকর এবং নৃশংসতায় ভরা। ইউক্রেনের গর্বিত নাগরিকদের জন্য প্রার্থনা করছি আমি।