অনলাইনে কিভাবে এসএসসি পরীক্ষার ফল জানবে
নির্মল এস পলাশ
আজ পহেলা ফ্লাগুন। ফুটুক-না ফুটুক আজ বসন্ত।’ বাঙালির প্রিয় কবি সুভাষ মুখোপাধ্যায় বসন্তকে এই ভাবেই বলেছেন। ঋতুরাজ বসন্তের আগমনে বসন্তের রঙ লেগেছে মানুষের মনেও।
ফাল্গুন আর চৈত্র মাস মিলে ষড়ঋতুর বাংলার সর্বশেষ ঋতুরাজ বসন্ত। ফাল্গুনী’ তারার নামে ফাল্গুন মাস আর ‘চিত্রা’ তারার নামের সঙ্গে মিল রেখে রাখা হয়েছে চৈত্র মাসের নাম। এই দুই মাসেই বসন্ত ঋতু।
আজি বসন্ত জাগ্রত দ্বারে।/তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে/কোরো না বিড়ম্বিত তারে।’—এভাবেই ঋতুরাজ বসন্তের বন্দনা করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর । বেগম সুফিয়া কামাল তাহারেই পড়ে মনে বিখ্যাত গীতি কবিতায় এভাবেই ফাগুনকে স্মরণ করেছেন।হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়/ বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়/ কহিল সে সিগ্ধ আঁখি তুলি/ দখিণ দুয়ার গেছি খুলি?/বাতাবী লেবুর ফুল ফুটেছি কি? ফুটেছে কি আমের মুকুল?/ দখিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল? রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ‘আহা আজি এ বসন্তে/ কত ফুল ফোটে/ কত বাঁশি বাজে/ কত পাখি গায়…।’ শুধু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নয়, বসন্তের দক্ষিণ হাওয়া আজ মানব মনে ও প্রকৃতির সবখানেই বইছে।
ঋতুর পালাবদলে বৈচিত্র্যময় এই দেশে ঐশ্বর্যশীল বসন্ত আসে অনুপম নৈসর্গিক সুষমা নিয়ে।
মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে, মধুর মলয় সমীরে মিলন রটাতে’। প্রকৃতি থেকে শীতের বিদায় সঙ্গে শিমুল-পলাশ ফুলের রঙ গায়ে মেখে আগমন ঋতুরাজ বসন্তের।
ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন। ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতির আজ এতো বর্ণিল সাজ। কচি পাতায় আলোর নাচনের মতোই বাঙালির মনেও লাগে বসন্তের দোলা
ঝড়া পাতার মর্মরে মর্মরে আজ থেকে ধ্বনিত হবে বসন্তের কোকিলের কহু কহু তান। বসন্ত সেজেছে ফুলের বনে, পাতায় পাতায় পল্লবে, পল্লবে।
আজি নব বসন্তের প্রভাতের লেশমাত্র ভাগ আনন্দের / লেশমাত্র ভাগ, আজিকার কোনো ফুল/ বিহঙ্গের কোনো গান/ আজিকার কোনো রক্তরাগ/ অনুরাগে সিক্ত করি পারিবো কি পাঠাইতে তোমাদের তরে!’
রেকর্ডে বেজে উঠবে লতা মুঙ্গেশকরের সেই গান-‘পাখি আজ কোন সুরে গায়/ কোকিলের ঘুম ভেঙে যায়/ আজ কোনো কথা নয়/ শুধু গান/ আরো গান/ আজ বুঝি দু’জনের মন/ কতো সুরে করে আলাপন/ আজ কোনো কথা নয়/ শুধু গান আরো গান।
প্রকৃতির দক্ষিণা দুয়ারে বইছে ফাগুনের হাওয়া। কোকিলের কণ্ঠে আজ বসন্তের আগমনী গান। ফুলে ফুলে ভ্রমরও করছে খেলা। গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা।
বসন্তের রঙ লাগুক প্রাণে – প্রাণে ।