শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি কাঞ্চন সম্পাদক জায়েদ
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি ।।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় ইসলামপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে দুই দেশের নোম্যান্স ল্যান্ডে ২ একর ভূমিতে কুরমাঘাট-কমলপুর বর্ডার হাট নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্টানে বানিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেন, আজকে আমরা ফাইন্ডেশন দিলাম। এই হাট চালু হলে রিমোর্ড এলাকার মানুষ জন উপকৃত হবে। আমরা পাশাপাশি দুই দেশ। আমাদের দুই দেশের সম্পর্ক আগে থেকেই ভালো আছে। এই বানিজ্যি হাট চালু করার মাধ্যমে আরো কাছাকাছি হওয়ার চেষ্টায় আছি।
৩রা ফের্রুয়ারী দুপুর ১টায় বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রী টিপু মুন্সি এমপি ও ভারতের ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যৌথভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বর্ডার হাটে দুই দেশের ২.৭২ একর ভুমিতে ৫ কোটি ৩০ লক্ষ ভারতীয় রুপী হাট নিমার্ণে ব্যয় করা হবে।
এসময় উপস্থিত ছিলেন,কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জজ, ভারতীয় দুতাবাসের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল উপস্থিত থেকে আনুষ্টানিকভাবে এ বডার্র হাট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রুমানা ইয়াসমিন, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার, সিনিয়র সহকারি পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহীদুল হক মুন্সীসহ বিজিবি ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা সীমান্তের ১৯০৩/৩৩ এস পিলারের কাছে এবং ভারতের ত্রিপুরার ধলই জেলার কমলপুর এলাকার নোম্যান্স ল্যান্ড উভয় দেশের সমপরিমাণ ২ একর জায়গায় বর্ডার হাট নির্মাণ করা হচ্ছে। হাটটিতে বাংলাদেশ সীমান্তের দিকে ১টি এবং ভারতের দিকে আরেকটি ফটক থাকবে। সপ্তাহে দুই দিন মঙ্গলবার ও শুক্রবার হাট বসবে। তবে স্থানীয়দের সুবিধা-অসুবিধা বিবেচনায় একাধিক দিনও হাট বসার সিদ্ধান্ত নিতে পারবে হাট ব্যবস্থাপনা কমিটি। হাট খোলার দিন সকাল সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত হাটে বেচাকেনা করা যাবে। এই হাটে শুধু মাত্র প্রশাসনের তালিকাভুক্তরাই পণ্য ক্রয়-বিক্রয়ের সুযোগ পাবে। সুত্রটি আরো জানিয়েছে ,এই হাটে তৈরি পোশাক, বিভিন্ন ধরনের খাদ্যপণ্য, শাকসবজি, ফলমূল, মাছ, মুরগি, শুঁটকি, সুপারি প্রভৃতি পণ্য বেচাকেনা করা হবে।