শহীদ এমপির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা
বড়লেখা প্রতিনিধি।।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বছরের শুরুতেই প্রথম করোনাক্রান্ত হয়েছেন দুই তরুণী।
আজ ১৭ই জানুয়ারী রোববার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন টেস্টে তাদের করোনা পজিটিভ আসে।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি সত্য বলেন। তিনি আরও জানান যে, স্বাস্থ্য সচেতনতা না থাকায় এ উপজেলায় রোগীর সংখ্যা বৃদ্ধির আশংকা রয়েছে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উপজেলা বাসীকে অনুরুধ করেন। পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান। নতুন করোনায় আক্রান্ত ওই দুই তরুণীর বাড়ি বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের অজমীর ও ছোটলিখা দক্ষিণভাগ এলাকায়। একজনের বয়স ২৪ ও অারেক জনের বয়স (২৯)
এদিকে বড়লেখ উপজেলা প্রশাসন সচেতনতা বাড়ানোর জন্য মোবাইল কোর্টসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছে। তবে উপজেলার কোথাও স্বাস্থ্য – বিধি মানে চলাফেরা করতে লোকজন এমন কোনো দৃশ্য চোখে পড়েনি।