1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সাফ ফুটবলে ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ধর্ষণের চেষ্টাকালে চিৎকার করায় দায়ের কূপে কিশোরীকে হত্যা কমলগঞ্জে ললিতকলা একাডেমিতে বিজয় দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমলগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন শিমুলের সৌন্দর্যে সেজেছে প্রকৃতি কমলগঞ্জে ৭ দিনের ব্যাপী ভাষার প্রশিক্ষণের উদ্বোধন কমলগঞ্জে মা সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইট ভাটায় জরিমানা ও কাঁচা ইট বিনষ্ট কমলগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা কমলগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্য স্কুল ড্রেস বিতরণ এটি এম আজহারুলের মুক্তির দাবিতে মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল

সাফ ফুটবলে ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন

  • প্রকাশিত : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৭৭৬ বার দেখা হয়েছে

তামিমা ছয় মাসের গর্ভবতী

ডেস্ক নিউজ।।
বাংলাদেশ অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। রোমাঞ্চকর ম্যাচে শেষ দিকে পার্থক্য গড়ে দিলেন আনাই মোগিনি। ১-০ গোলের ব্যবধানে শিরোপা উৎসবে মাতল বাংলাদেশ।একের পর এক আক্রমণে গোটা ম্যাচে ভারতের রক্ষণের ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়েছে মারিয়া মান্দা। তবে গোলের দেখা মিলছিল না। সেই আক্ষেপ ‍জুড়াতেই কিনা এলো দেখার মতো এক গোল।

আজ ২২শে ডিসেম্বর বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ৭৯ মিনিটে আনাই মগিনি এগিয়ে দেন বাংলাদেশকে। এই এক(০১) গোলই শেষ পর্যন্ত শিরোপা নির্ধারণ করে দেয়। শাহেদা আক্তার রীপার ব্যাকহিল থেকে বল ধরেই দূল্লার শট করে আনাই গোল করলে উল্লাসে ফেটে পড়ে পুরো  স্টেডিয়ামের দর্শকরা। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে শিরোপাও অক্ষুন্ন রেখেছে দেশে নারী ফুটবলার মেয়েরা।

বাংলাদেশ ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। তবে আনেক আগেই তারা লিড পেতে পারতো। ভারতীয় দলের রক্ষন ভাগের দক্ষতায় জন্য ফিনিশিং টানতে ব্যর্থ হয় স্বাগতিক দল। তবে ম্যাচ শেষে আনাই বলেন যে,‘ ডিফেন্ডার হয়েও জয়সুচক গোলটি করতে পেরে আমি বেশ আনন্দিত। আমরা দীর্ঘ সময় একত্রে ক্যাম্পে ছিলাম। এরই সুফল হিসেবে আজ আমরা জয়লাভ করতে পেরেছি।’

স্বাগতিক দলে কোচ ছোটন বলেন যে, ‘এটি একটি দীর্ঘ পরিকল্পনার ফসল। তবে মেয়েরা কঠোর পরিশ্রম করেছে। এ কাজে জন্য ফেডারেশনও দারুন সহযোগিতা করেছে। আবারও প্রমানিত হলো যে, পরিকল্পনা নিয়ে কাজ করলে সফলতা আসবেই।

টুর্নামেন্ট ৫ গোল করে সেরা গোলদাতার পুরস্কার লাভ করেন বাংলাদেশের শাহেদা আক্তার রিপা। টুর্নামেন্টের মোস্ট ভেলুয়েবল খেলোয়াড়ের পুরস্কারও বগলদাবা করেন তিনি। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসার রাসেল এমপি। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেমনের সভাপতি কাজী মোহাম্দ সালাহউদ্দিন এবং সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল উপস্থিত ছিলেন।

এর আগে রাউন্ড রবিন লীগ পর্বে প্রথম হিমালয় কন্যা নেপালের সঙ্গে গোলশুন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করলেও আর পেছানে ফিরে তাকায়নি বাংলাদেশ । এরপর ভুটানকে ৬-০ গোলে, ভারতকে ১-০ গোলে এবং লীগ পর্বের শেষ ম্যাচে শ্রীলংকাকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে বাংলাদেশ গ্রুপ সেরা হিসেবে ফাইনালে জায়গা করে নেয়।

অপরদিকে ভারত শ্রীলংকার বিপক্ষে ৫-০ গোলে জয় নিয়ে লীগ পর্ব শুরু করার পর ভুটানকে হারায় ৩-০ গোলে। তৃতীয় ম্যাচে স্বাগতিকদের সঙ্গে আর পেরে উঠেনি উপমহাদেশের এ পাওয়ার হাউজ। হার মেনেছে ১-০ গোলে। লীগের শেষ ম্যাচে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed