কমলগঞ্জে ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলন
শাহাদাত হোসেন অপু, শ্রীমঙ্গল(মৌলভীবাজার) প্রতিনিধি।।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ভানু লাল রায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৭ই অক্টোবর) উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী ভানু লাল রায় ৫৮ হাজার ৩০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী প্রেমসাগর হাজরা আনারস প্রতীক নিয়ে ৩৩ হাজার ২৮৩ ভোট পেয়েছেন এবং অপর স্বতন্ত্র প্রার্থী আফজল হক ঘোড়া প্রতীক নিয়ে ১২ হাজার ৪৪৬ ভোট পেয়েছেন আর জাতীয় পার্টির প্রার্থী মোঃ মিজানুর রহমান রব, নাঙ্গল প্রতীক নিয়ে ৭৯৪ভোট পেয়েছেন।
আর উল্লেখযোগ্য যে, বিগত ২১শে মে উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব এর মৃত্যু হয়। এরপর চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।