কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ব্যবসায়ী সমিতি ও রহিমপুর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ও কমলগঞ্জ উপজেলা আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক জুনেল আহমেদ তরফদারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ১৮ই সেপ্টেম্বর শনিবার বিকাল ৪ ঘটিকার সময় মুন্সীবাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মানববন্ধন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ব্যবসায়ী সমিতির সহ- সভাপতি মৌলানা মাসুদ আহমেদের সভাপতিত্বে জুনেদ আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা
আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী হামিদুল হক চৌধুরী বাবর, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নাহিদ আহমেদ তরফদার, ব্যবসায়ী সমিতির সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ চৌধুরী, কোষাধ্যক্ষ সাদেক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী বদরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক ইব্রাহীম আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী জাহেদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মোজাক্কির আহমেদ ফটিক, বিশিষ্ট ব্যবসায়ী দীপন পাল প্রমুখ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে গত ১৭ই সেপ্টেম্বর রাত ৮টায় মুন্সিবাজারস্থ কালী প্রসাদ উচ্চবিদ্যালয় হল রুমে মাওঃ মাশহুদ আহমদের সভাপতিত্বে সকল ব্যবসায়ীদের নিয়ে সাধারণ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ১১ই সেপ্টেম্বর শনিবার রাতে মুন্সীবাজারে
প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হওয়ার ঘটনায় ৬ জনের নাম উল্লেখ একটি মামলা দায়ের করা হয়।
মামলার প্রধান আসামী করা হয় কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুনেল আহমেদ তরফদার কে ।
মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির মানববন্ধন কর্মসূচি পালন করেন।