1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সিগারেট হাতে নায়িকা পরিমনি - আলোরদেশ২৪

সিগারেট হাতে নায়িকা পরিমনি

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৮৬ বার দেখা হয়েছে

পরিমনি নষ্ট মেয়ে নির্দোষ নাসির বললেন রাঙ্গা

ডেস্ক নিউজ।।

পরিমনি এত রাতে বোট ক্লাবে না গেলেও পারতেন মিশা সওদাগর

ঢাকাইয়া চলচিত্রের চিত্র-নায়িকা পরীমনিকে নিয়ে আলোচনা থামছেই না। একের পর এক নতুন আলোচনা থেকে সমালোচনার জন্ম দিচ্ছেন পরি। এবার হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে ছবি পোস্ট করেছেন যে, যাহা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাদক মামলায় মাসখানেক হাজতে থাকার পর পরীমণি যখন  জামিনে মুক্ত হন, তখন জেল গেটে এসেই বার্তা দেন ডোন্ট লাভ মি বিচ।

এরপর আবার আলোচনায় আসেন বুধবার, এদিন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে হাজির হন তিনি। এ সময় গাড়িতে থেকেই তিনি হাত উঁচিয়ে ভক্তদের অভিবাদন জানান। তখনই তার হাতের তালুতে লেখা একটি বার্তা নজরে আসে সবার। যেখানে তিনি লিখেছেন ..ক মি মোর। 

এই নিয়ে তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। আলোচনা ও সমালোচনার কেন্দ্রে বিন্দু চিত্রনায়িকা পরীমনিকে এনেছে এই বার্তা। কেন লিখেছেন, কী অর্থ- এসব নিয়ে মেতেছেন

নেটিজেনরা। চিত্রনায়িকা পরীমনি বলেন যে, আমার কষ্ট লাগছে এখন। অনেকেই আমার বার্তাটি ঠিক বুঝতে পারছেন না, ভুল বুঝছেন আমারে। সবাই ভাবছেন আমি লিখেছি লাভ মি মোর। আসলে তো আমি লিখেছি ..ক (গালি) মি মোর।

কার উদ্দেশে এটি বলেছেন? জবাবে পরীমনি বলেন যে, যারা আমার জীবন নিয়ে খেলতে চায় বা ঘাঁটাতে আসে, তাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। আসো। আমি প্রস্তুত তোমাদের সঙ্গে এই খেলায় অংশ নিতে। দেহের ভিতরে দম যত দিন আছে, আমিও শেষ অবধি এই খেলায় লড়ে যাব।

গত বৃহস্পতিবার রাত ৯টার সময় আবার ফেসবুকে উত্তাপ ছড়ালেন ঢাকাই ছবির এই নায়িকা। ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেছেন তিনি।  তার একটি ছবিতে দেখা যায় তার হাতে রয়েছে জ্বলন্ত সিগারেট। লেখা সিগারেট ইন্জুরিয়াস টু হেল্থ।

এর আগে গত ১লা সেপ্টেম্বর কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। তখনো তিনি হাতের তালুতে মেহেদি দিয়ে একটি বার্তা লিখেছিলেন। লেখাটি ছিল ডোন্ট লাভ মি বিচ। ওই লেখা নিয়েও ব্যাপক আলোচনা-সমালোচনা ঝড় উঠে ছিলো।

গত ৪ঠা আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ঔ দিনই রাত ৮টা ১০ মিনিটের সময় পরীমনিকে একটি সাদা মাইক্রোবাসে র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১২টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে র‍্যাব। পরদিন ৫ই আগস্ট বিকেল ৫টা ১২ মিনিটে পরীমনি, চলচ্চিত্র প্রযোজক রাজ ও তাদের দুই সহযোগীকে কালো একটি মাইক্রোবাসে বনানী থানার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

এরপর র‍্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় চিত্রনায়িকা পরীমনি ও তার সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। এরপর তাকে আদালতে হাজির করলে প্রথমে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে আরও দুই দফায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে।

মামলা সূত্রে জানা যায় যে, চিত্রনায়িকা পরীমনি ২০১৬ইং সাল থেকে মাদকসেবন করতেন। এমনকি এলএসডি ও আইসও সেবন করতেন তিনি। এ জন্য বাসায় একটি মিনিবার তৈরি করেন। বাসায় নিয়মিত মদের পার্টি করেন। চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজসহ আরো অনেকেই তার বাসায় অ্যালকোহলসহ বিভিন্ন ধরনের মাদকের সরবরাহ করতেন ও পার্টিতে অংশ নিতেন। ২০১৪ইং সালে সিনেমায় ক্যারিয়ার শুরু করা পরীমনি এ পর্যন্ত ৩০টি সিনেমা ও বেশ কয়েকটি টিভিসিতে অভিনয় করেন। পিরোজপুরের মেয়ে পরীমনিকে চলচ্চিত্র জগতে নিয়ে আসেন প্রযোজক নজরুল ইসলাম রাজ।

(কপি)

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed