কমলগঞ্জ প্রতিনিধি।।
কমলগঞ্জে এসএসসি ৯৬ ব্যাচের ইফতার মাহফিল
কমলগঞ্জের কৃতি সন্তান ইউকে প্রবাসি স্বপন পালের আগমন উপলক্ষে এক বন্ধু সভার আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার ১৬ই সেপ্টেম্বর রাত ৯ঘটিকার সময় ভানুগাছ বাজার রেলওয়ে ষ্টেশনের পাশে ১ম শ্রেনির ঠিকাদার আনোয়ার হোসেনের অফিসে এসএসসি ১৯৯৬ব্যাচের ছাত্র স্বপন পাল এর আগমন উপলক্ষে ৯৬ ব্যাচের ছাত্র মোঃ খালেদ চৌধুরীর সভাপতিত্বে ছোট এক মিল-বন্ধনে আবদ্ধ হয় সবাই।
এসময়ে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী,মামুনুর রশীদ, সাকের,করিম,এজাজ,সেলিম,কামাল ও আলোরদেশ২৪ডটকমের সম্পাদক এস.এম মুমিনুল ইসলাম ফয়সল প্রমুখ।