আমিনুল ইসলাম (হিমেল),
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।
মৌলভীবাজারের কমলগঞ্জে ১মবারের মতো ডিম ফুটে বের হলো ১৫ টি খৈয়া গোখরা সাপের বাচ্চা। কৃত্রিম উপায়ে দীর্ঘ ৪৫ দিন পর বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছে মৌলভীবাজারের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ কর্তৃপক্ষ।
ডিম থেকে বাচ্চা ফুটানোর বিষয়টি নিশ্চিত করেন বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম। রেঞ্জ কর্মকর্তা বলেন যে, ‘এই প্রথমবারের মতো সিলেট বিভাগে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বক্সের মধ্যে কৃত্রিমভাবে ১৫ টি বিষধর খৈয়া গোখরা সাপের বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছি। গত ১৪ই জুলাই কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রাম থেকে ১৫টি ডিমসহ একটি খৈয়া গোখরা সাপ উদ্ধার করে বন-বিভাগ। পরবর্তীতে গোখরা সাপটি লাউয়াছড়া বনে অবমুক্ত করে দেওয়া হলেও ডিমগুলো কৃত্রিম প্রজননের জন্য শ্রীমঙ্গল রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ ৪৫ দিনে অবশেষে ডিমগুলো ফুটে খৈয়া গোখরার বাচ্চা বের হয়।
বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন যে, মৌলভীবাজার অঞ্চলে এই প্রথম কৃত্রিমভাবে ১৫ টি খৈয়া গোখরা সাপের ডিম থেকে বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছে বন বিভাগ। আমরা (বন বিভাগ) অনেক খুশি। বাচ্চাগুলো অবমুক্তের উপযোগী হলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে। বর্তমানে খৈয়া গোখরা সাপের বাচ্চা গুলোকে শ্রীমঙ্গল রেঞ্জ অফিসে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।