আমিনুল ইসলাম (হিমেল)
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।
মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়ন পরিষদের সাথে মতবিনিময় করেছেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।
২৮শে আগস্ট (শনিবার) বেলা ১১টায় কমলগঞ্জের রহিমপুর ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল এর সভাপতিত্বে ও জেলা পরিষদের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান। বিশেষ অতিথি ছিলেন,
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তফাদার রেজওয়ানা ইয়াসমিন সুমি, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক অ্যাড. আজাদুর রহমান আজাদ,
জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, আদমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. মো: সানোয়ার হোসেন, দপ্তর সম্পাদক হামিদুল হক চৌধুরী বাবর প্রমুখ।
এছাড়াও উপস্থিতি ছিলেন রহিমপুর ইউনিয়নের সকল সদস্য।