1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিরল প্রজাতির লজ্জাবতি বানর অবমুক্ত - আলোরদেশ২৪

লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিরল প্রজাতির লজ্জাবতি বানর অবমুক্ত

  • প্রকাশিত : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৫৪৬ বার দেখা হয়েছে

আমিনুল ইসলাম (হিমেল)
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
।।

মৌলভীবাজারের কমলগঞ্জ লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিরল প্রজাতির লজ্জাবতি বানর অবমুক্ত করা হয়েছে

শ্রীমঙ্গলের চা বাগান থেকে উদ্ধার করা হয়েছে বিরল প্রজাতির একটি ‘লজ্জাবতি’ বানর।
সকাল ১১টার দিকে উপজেলার জেরিন চা বাগানের সীমানার কাটাতারের বেড়ায় আটকে পড়ে লজ্জাবতি প্রাণীটি। এসময় বানরটি দেখে ভীড় জমায় স্থানীয় লোকজন।

খবর পেয়ে লাউয়াছড়া বন ও জীব-বৈচিত্র্য আন্দোলনের যুগ্ম সম্পাদক কাজী সামসুল হক বানরটি উদ্ধার করে স্ট্যান্ড ফর আওয়ার ইনডেনজারড ওয়াইল্ডলাইফ (এসইডব্লিউ) খবর দেন। পরে সংস্থাটির প্রতিষ্ঠাতা তৌনুজাম খোকন সিংহ ও সোহেল শ্যাম পাপ্পু এসে সুস্থ অবস্থায় বানরটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়।

পরে দুপুর পৌনে ২টার দিকে বানরটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে বনের জানকিছড়া এলাকায় অবমুক্ত করেন তারা। এসময় বিট কর্মকর্তা আনিসুজ্জামান ও অন্যান্য বন কর্মিরা উপস্থিত ছিলেন।

ওয়াইল্ডলাইফ এর প্রতিষ্ঠাতা প্রাণীবিদ তৌনুজাম খোকন সিংহ বলেন, এটি লাজুক প্রকৃতির নিশাচর বিরল প্রজাতীর একটি বানর। দেশের ঘন ও সবুজ বনে এদের দেখা পাওয়া যায়। দিনের বেলা এরা বনের উচুঁ গাছের ডালে ঘুমিয়ে সময় কাটায়। বাশেঁর সবুজ কচি পাতা, কীট-পতঙ্গ ও ছোট প্রাণী রয়েছে এদের খাদ্য তালিকায়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed