শাহাদাত হোসেন অপু. শ্রীমঙ্গল, মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর উদ্যেগে বিশিষ্ট ব্যবসায়ী একরামুল হক ইমন এর সহযোগিতায় করোনা আক্রান্ত রোগীদের সেবাদানের জন্য নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার মধ্যে স্বাস্থ্যসেবা সামগ্রী প্রদান করা হয়।
আজ রবিবার (২২শে আগস্ট) রাতে শ্রীমঙ্গল শহরের চৌমুহনায় ইয়াকুব শপিং সিটির একরামুল হক ইমন এর নিজ কার্যালয়ে উক্ত সামগ্রী গ্রহণ করেন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার টিম প্রধান নূর আলম নুরু, টিম সমন্বয়কারী আব্দুল ওয়াহিদ, সহ টিম সমন্বয়কারী কে এস এম আরিফুল ইসলাম এবং শ্রীমঙ্গল জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা ক্বারী আখলিসুর রহমান সহ প্রমুখ।