কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি।। ২০০৪ইং সালের ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় আহত ও নিহতদের স্মরণে কমলগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
আজ শনিবার (২১শে আগস্ট) সন্ধ্যা ৭ঘটিকার সময় কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর পিতা জুয়েল আহমেদের ব্যক্তিগত কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর পিতা জুয়েল আহমেদ।
উপজেলা যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ রাজুর সঞ্চালনায় দোয়া ও মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শায়েখ আহমেদ, উপজেলা যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান, মইনুল খাঁন, আনোয়ার পারভেজ আলাল, যুবলীগ নেতা আসিফ নিয়াজ রনি, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মসুদ আহমেদ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলাল আহমেদ, নুরুল ইসলাম ইলিয়াস, আব্দুল হান্নান প্রমুখ। আলোচনা সভা শেষে ২১শে আগস্টে আহত ও নিহতদের জন্য দোয়া করা হয়।
কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.এ এসএম আজাদুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমদ, সভাপতি আসলম ইকবাল মিলন, সহ সভাপতি মোঃ সিদ্দেক আলী, যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মছব্বির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর পিতা জুয়েল আহমদ ও ভানুগাছ বাজার পৌর-বণিক সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড.সানোয়ার হোসেন প্রমুখ।