ডেস্ক নিউজ।।
আজ আন্তর্জাতিক মানবপাচার বিরোধী দিবস। ইউরোপে সাগরপথে যাওয়ার শীর্ষে এখন বাংলাদেশ। সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার মানবপাচার বেড়েছে ।
কুয়েতে গৃহকর্মী প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার
এখন গেম মানব পাচারকারীদের ব্যবহার করা একটি টার্ম। মানুষ এই গেমের মাধ্যমেই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশগুলোতে পাচার হয়। তবে এধরনের ঝুঁকিপূর্ণ যাত্রায় জীবন দিয়েছেন অনেক বাংলাদেশি। সর্বস্ব হারিয়ে দেশে ফিরেছেন অনেকেই ।
স্বামীকে হত্যা করে প্রেমিকের সঙ্গে একই ঘরে
তবে পরিবারের শেষ সম্বলটুকু বিক্রি করে দালালদের হাতে অর্থ তুলে দেয় ইউরোপ পাড়ি দেয়ার স্বপ্নে বিভোর শত শত মানুষ। তারা উন্নত জীবনের আশায় গেমের মাধ্যমে পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবে জীবন হারিয়েছে অনেকেই।
কমলগঞ্জে গৃহবধুর লাশ মাটির নিচ থেকে উদ্ধার
বেসরকারি সংস্থার হিসাবে, ২০২১ইং সালের জুন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়েছেন প্রায় সাড়ে তিন হাজার বাংলাদেশি। এক দশকে উদ্ধার হয়েছে প্রায় ৩৭ হাজারের বেশি লোক। এছাড়াও ঝুলে আছে ৫ হাজারের বেশি মামলা।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের মিশন প্রধান গিওরগি গিগাওরি বলেন যে, মানবপাচারের ক্ষেত্রে যে দুটি বিষয় প্রবলভাবে কাজ করে সেগুলো হলো বিদেশে শ্রমবাজারের অনেক চাহিদা এবং উন্নত জীবনের আশায় বাংলাদেশের অসচেতনতা এবং অবৈধভাবে বিদেশ যাওয়ার আকাঙ্ক্ষা। এছাড়াও, করোনা মহামারির কারণেও মানব পাচারের প্রবণতা আর বেড়েছে।
এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ব্র্যাক অভিবাসন প্রকল্পের কর্মসূচি এক কর্মকর্তা বলেন যে, আমাদের লোক একদিকে বিদেশে পাচার হচ্ছে, অন্যদিকে আমাদের দেশের ভেতরে ও বাইরে মানবপাচারের ঘটনায় মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলোরও যথাযথ বিচার করা হচ্ছে না।
মানবপাচার রোধে সংঘবদ্ধ পাচারকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থানের পরামর্শ দিয়েছেন।