1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
হেলেনা জাহাঙ্গীর আটক - আলোরদেশ২৪

হেলেনা জাহাঙ্গীর আটক

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৪৩৪ বার দেখা হয়েছে

ডেস্ক নিউজ।।

স্বামীকে হত্যা করে প্রেমিকের সঙ্গে একই ঘরে

বর্তমান সময়ে বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত আওয়ামীলীগের উপকমিটির সদস্য পদ হারানো বহিষ্কৃত নেত্রী এফবিসিসিআইর পরিচালক ও চাকুরীজীবিলীগের নেত্রী হেলেনা জাহাঙ্গীরের রাজধানীর গুলশানের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। 

কমলগঞ্জে গৃহবধুর লাশ মাটির নিচ থেকে উদ্ধার

নেত্রীর বাসায় বিপুল পরিমাণ মদ, বিয়ার, বিদেশি মুদ্রা, চাকু, মোবাইল সেট, ক্যাসিনো সরঞ্জাম, এটিএম কার্ড ও হরিণের চামড়া পাওয়া যায় ।

গত বৃহস্পতিবার রাত ১২টা ১০ মিনিটে  তাকে আটক করা হয়। র‌্যাবের ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানিয়েছেন যে, তাকে গ্রেফতার করে র‌্যাবের কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হেলেনার বাসা থেকে মাদকসহ যেসব মালামাল জব্দ করেছে সে বিষয়ে মুখ খুললেন হেলেনা জাহাঙ্গীরের মেয়ে জেসিয়া আলম।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে গুলশানের বাসায় অভিযান শেষে সাংবাদিকদের কাছে এ বিষয়ে বিস্তারিত বলেন। মদের বিষয়ে জানতে চাইলে জেসিয়া বলেন যে, আমার ভাইয়া মদ পান করেন। সেগুলোই বাসায় ছিল। তবে ভাইয়ার মদ পানের লাইসেন্স আছে। পাসপোর্টও আছে তার।

আর হরিণের চামড়ার বিষয়ে জানতে চাইলে হেলেনার মেয়ে জানান যে, ভাইয়ার বিয়ের সময় মায়ের সঙ্গে রাজনীতি করা নেতানেত্রীরা মিলে ওইটা গিফট করেছিলেন। সেটি দেয়ালে ঝোলানো ছিল।

ক্যাসিনোর সরঞ্জামাদির বিষয়ে তিনি বলেন যে,  ক্যাসিনোর চিপস সেগুলো দিয়ে আমরা নিজেরাই খেলতাম আর সময় কাটাতাম। তবে ক্যাসিনো খেলতে যে বোট আর সরঞ্জাম লাগে সেগুলো নেই আমাদের। ধরেন বাসায় তাস খেলে না কেউ? সে রকম একটা কিছু আরকি। জাস্ট ক্যাসিনোর চিপগুলো ছিল বাসায়। মানুষকি এরকম গেম খেলতে পারে না?

তবে বিদেশি মুদ্রার বিষয়ে জানতে চাইলে জেসিয়া বলেন যে, আমরা র‌্যান্ডমলি বিদেশে যাই। একাধিক দেশে আমাদের নিয়মিত যাতায়াত রয়েছে। বিদেশ থেকে আসার পর যে মুদ্রাগুলো বেঁচে যায় সেগুলো তো আর রাস্তায় ফেলে দিতে পারব না।এসব মুদ্রা জমে গেছে আমাদের কাছে।

স্কুল খোলে ছেলেমেয়েদের কে মৃত্যুর মুখে ঠেলে দিব নাকি সংসদে প্রধানমন্ত্রী বলেন

তবে গভীর রাতে অভিযান নিয়ে প্রশ্ন তোলেন হেলেনার মেয়ে। বলেন যে, আমাদের বাসায় ইলিগ্যাল মালামাল রয়েছে মানলাম। তাই বলে এরকমভাবে অভিযান করা যায়। কোনো ওয়ারেন্ট নেই, সার্চ ওয়ারেন্ট নেই হুট করে ঢুকে গেল আর অভিযান চালাল। কোনো ধরনের কো-অপারেট নেই।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed