মোঃ মহিউদ্দিন খাঁন, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।
কমলগঞ্জে গৃহবধুর লাশ মাটির নিচ থেকে উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জের ফুলবাড়ি চা-বাগানে স্বামীকে হত্যা করে প্রেমিকের সঙ্গে একই ঘরে স্ত্রী পরকীয়ায় লিপ্ত থাকার অভিযোগে স্ত্রী অস্টমী বাউরী (৩৫) ও প্রেমিক সেলিম মিয়াকে (৩০) আটক করে পুলিশে হাতে সোপর্দ করেছে স্থানীয়রা। পুলিশ নিহত বিজয় বাউরীর (৪০) লাশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার (২৯শে জুলাই) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী চা- বাগানের নতুন লাইনে এই ঘটনাটি ঘটে।
গ্রীষ্মকালে মাচায় তরমুজ চাষের লাভবান কৃষক
স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায় যে, ওই এলাকার চা-শ্রমিক বিজয় বাউরীর স্ত্রী অস্টমী বাউরী গোপনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে একই বাগানের সেলিম মিয়ার সঙ্গে। বৃহস্পতিবার ভোরে ওই ঘরে প্রবেশ করে সেলিম মিয়া। বিষয়টি পরিবারের সদস্যরা টের পেয়ে চা-বাগান পঞ্চায়েত সভাপতি মনুরঞ্জন পালকে অবহিত করে। তিনি ও চা-বাগানের লোকজন অষ্টমী বাউরি ও সেলিমকে ঘরের ভিতরে আপক্তিকর অবস্থায় আটক করেন। এ সময় বিজয় বাউরীকে (৪০) অসচেতন অবস্থায় মেঝেতে দেখতে পান । পরে চা বাগানের ডাক্তারকে খবর দিলে ডাক্তার সকাল ৬টায় এসে বিজয় বাউরীকে মৃত ঘোষণা করেন।
বলিউড কাঁপানো অসংখ্য নায়িকা ভারতে জন্ম নয়
এদিকে লাশ ঘরে রেখে আটক প্রেমিক যুগলদের ফুলবাড়ি বাজারে খাম্বার সঙ্গে বেঁধে রেখে কমলগঞ্জ থানায় খবর দেয়া হয়। কমলগঞ্জ থানা পুলিশের একটি দল সকাল সাড়ে ৮টায় লাশ উদ্ধার ও প্রেমিক যুগলকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ সুরতাল রিপোর্ট তৈরির সময় লাশের পাশ থেকে ঘুমের ওষুধ উদ্ধার করে।
বাগানের লোকজনের ধারনা, স্ত্রী রাতে খাবারের সঙ্গে স্বামীকে ঘুমের বড়ি খাওয়ানোর কারণে তার মৃত্যু হতে পারে।
নিহত বিজয় বাউরীর মা যমুনা বাউরী অভিযোগ, তার ছেলেকে স্ত্রী অষ্টমী বাউরী ও প্রেমিক সেলিম মিয়া হত্যা করেছে। তিনি তার ছেলের হত্যার বিচার চান।
এবিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান জানান যে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে দুই জনকে আটক করা হয়ে।