ডেস্ক নিউজ।। টাঙ্গাইল জেলার কালিহাতীতে অ্যাম্বুলেন্স ও মাছবাহী পিকআপ ভ্যানের সাথে মুখামুখি সংঘর্ষে চার(০৪)জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়(০৬)জন।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্রী নিহত
আজ (৩লা জুলাই) শনিবার সকাল ৭:৩০ মিনিটের সময় ঢাকা টু টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু (যমুনা) সেতু সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত জলিল এর পরিবাকে আর্থিক সাহায্য করলেন উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি
তবে পুলিশ ও স্থানীয়রা জানান যে, অ্যাম্বুলেন্সটিতে যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এসময় মহাসড়কের হাতিয়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা মাছবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখা-মিখি সংঘর্ষ।
এসময়ে অ্যাম্বুলেন্সের চালকসহ তিন(০৩)জন সাথে ঘটনাস্থলেই মারা যান। অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানে থাকা আরও সাত(০৭)জন আহত হন। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আরও এক(০১)জনকে মৃত্যু ঘোষণা করেন।
কমলগঞ্জে চিকিৎসায় অবহেলায় মায়ের মৃত্যু
এবিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন যে, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে তাদের নাম পরিচয় এখনো জানতে পারিনাই।