1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে হযরত শাহ আজম (রহঃ) দরগাহ্ শরীফের পীর ছাহেবের জানাজার নামাজ সম্পন্ন - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ট্রাক্টর উল্টে ইট চাপায় চা শ্রমিক নিহত, আহত-২ কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ষাড় গরু বিতরণ ইসলামপুর ইউনিয়ন বিএনপির দ্বিতীয় উঠান বৈঠক কমলগঞ্জে কৃষকের ঘর সহ সবজি বাগান আগুনে পুড়ে ছাই; ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কমলগঞ্জে কর্ণেল সালেহ (অবঃ) আয়োজনে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে কমলগঞ্জ শমশেরনগর হাসপাতালে স্কুল শিক্ষার্থীদের ফার্স্ট এইড ও স্বাস্থ্য সচেতনতা প্রশিক্ষণ ইসলামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক কমলগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ২০ লক্ষ টাকার ক্ষতি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত করা হয়

কমলগঞ্জে হযরত শাহ আজম (রহঃ) দরগাহ্ শরীফের পীর ছাহেবের জানাজার নামাজ সম্পন্ন

  • প্রকাশিত : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ১০৩৭ বার দেখা হয়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী হযরত শাহ আজম (রহঃ) দরগাহ্ শরীফের পীর ছাহেব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোশাররফ আলী ছাহেব (রহঃ) এর জানাজার নামাজ ভানুগাছ সফাত আলী সিনিয়র ফাজিল মাদরাসায় হাজার হাজার মানুষ ও তার ছাত্র, ভক্তবৃন্দের উপস্থিতিতে ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে আগে বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ, প্রভাষক, সুপার, চেয়ারম্যান ও তার ছাত্র বৃন্দ উনার স্মরণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন তিনি নিঃসন্দেহে একজন আল্লাহর খাস মকবুল ওলি ছিলেন। তারা আরো বলেন সিলেটে জকিগঞ্জের আলিম পরিবার হল ফুলতলী ছাহেবের পরিবার আর দ্বিতীয় আলিম পরিবার হল হযরত শাহ আজম রহঃ পীর ছাহেবের পরিবার।

কমলগঞ্জে হযরত শাহ আজম রহঃ দরগাহ শরীফের পীর ছাহেব ইন্তেকাল করেছে

জানাজার নামাজে আংশ গ্রহণ করেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যাপক মাওলানা আব্দুর রহিম, ভানুগাছ সফাত আলী সিনিয়র ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আলাউদ্দিন সাহেব, উলুয়াইল ইসলামীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতী বশির আহমদ, বড়হাট আবু শাহ (রহঃ) এর সুপার মৌলভীবাজার জেলা আল ইসলাহ নেতা মাওলানা সৈয়দ ইউনুছ আলী,

হযরত শাহ আজম (রহঃ) দরগাহ্ শরীফের পবিত্র ওরশ মাহফিল হচ্ছে না

আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা নাসির আহমদ, মাইজপাড়া দাখিল মাদরাসার সুপার মাওলানা খলিলুর রহমান, বাড়ন্তী দাখিল মাদরাসার সুপার, সমাজ সেবক আব্দুল মুমিন আলাল, শমসের নগর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির, ফুলতলী কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মুফতি আবু বক্কর, তালামীযে ইসলামীয়া কেন্দ্রীয় অর্থ সম্পাদক এম এ জলিল, কমলগঞ্জ উপজেলা আল ইসলাহ সভাপতি কাজী মাওঃ আলম চৌধুরী, সম্পাদক হাফিজ এম ওহাব, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বক্কর জিয়াব, জেলা তালামীযের সভাপতি কাওছার আহমদ, সুপার মাওলানা এম এ নাসির আহমদ, সুপার মাওলানা এম সিহাব উদ্দীন, উলুয়াইল ইসলামীয়া আলিম মাদরাসার গভর্নিং বডি সভাপতি বকসি কাউসার রশিদ, কুমড়াকাপন হযরত শাহ আজম (রহঃ) দরগাহ মসজিদের মোতাওল্লী আব্দুল গনি, ডাঃ তানবীর আহমদ, মাইজপাড়া দাখিল মাদরাসার উস্তাদ মুফতি শাহ মুজাহিদ, কমলগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ আনোয়ার হোসেন, কমলগঞ্জ পৌরসভার ৯ ওয়ার্ড কাউন্সিলর বখতিয়ার খাঁন, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আহাদুর রহমান বুলু, কমলগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আসলম ইকবাল মিলন, সম্পাদক এস এম আজাদুর রহমান, কমলগঞ্জ পৌর বনিক সমিতির সভাপতি এডভোকেট সানোয়ার হোসেন, কমলগঞ্জ উপজেলার ও পৌর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সাংবাদিকবৃন্দ।

কমলগঞ্জে হযরত আজম শাহ (রহঃ) ছেলে অসুস্থ

জানাজার নামাজের ইমামতি করেন তাঁর বড় ছেলে মাওলানা পীরজাদা মুফতি মোশাহিদ আলী আজমী।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed