কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি।।
মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ জমিতে মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব তুলেন গত রবিবার (৬ই জুন) বাংলাদেশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সংসদ সদস্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ জমিতে মেডিকেল কলেজ স্থাপন করার কথা বলেন।
জানা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ প্রায় ১৯০ একর জমির কিছু অংশে হীড বাংলাদেশ ও অবশিষ্ট জমি পরিত্যক্ত রয়েছে। প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ এখানে একটি মেডিকেল কলেজ স্থাপনের সুবর্ণ সুযোগও রয়েছে। সে প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় সংসদের ২০২১ সালে বাজেট অধিবেশনে যোগ দিয়ে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি ওই ভূমির কথা তুলে ধরে তাঁর নির্বাচনী এলাকা কমলগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের দাবি জানান।
সম্পুরক বাজেট আলোচনায় জনগুরুত্বপূর্ণ এ দাবির প্রেক্ষিতে জাতীয় সংসদে আব্দুস শহীদ এমপি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ প্রচুর পরিমাণে জমি রয়েছে কমলগঞ্জে। যেখানে মেডিকেল কলেজ, আবাসিক হলসহ ক্যাম্পাস স্থাপন করারও সুযোগ রয়েছে। কমলগঞ্জ তথা মৌলভীবাজার জেলাবাসীর প্রাণের দাবী সংসদে উত্থাপন করায় কমলগঞ্জ-শ্রীমঙ্গলের জনসাধারণ বিষয়ের সপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম করে তুলেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ভানুগাছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ১৯০ একর ভূমি রয়েছে। বর্তমান আর.এস রেকর্ডে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১২০ একর ভূমি রয়েছে। অবশিষ্ট ৭০ একর বনবিভাগের নামে। ১২০ একর ভূমির মধ্যে প্রায় ৫০ একর ভূমিতে হীড বাংলাদেশ যক্ষ্মা, কুষ্ঠ রোগ নিয়ন্ত্রণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। অন্য জমিগুলো পরিত্যক্ত থাকলেও কিছুটা বেদখল হয়েছে এবং নতুন করেও স্থানীয় প্রভাবশালী মহল এই জমি দখলের পায়তারায় লিপ্ত রয়েছে। এই জমিটুকু লাউয়াছড়া জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী এলাকা।
হীড বাংলাদেশ কমলগঞ্জের পরিচালক নূরে আলম সিদ্দিক ও সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন বলেন, এখানে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রচুর জায়গা রয়েছে। এখানে মেডিকেল কলেজ স্থাপনের দাবিও এলাকাবাসীর দীর্ঘদিনের। সম্প্রতি বাজেট অধিবেশনে সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ যে প্রস্তুব তুলে ধরেছেন সেটি অত্যন্ত যুক্তিযুক্ত এবং স্থানীয় জনসাধারণের দাবি। এখানে মেডিকেল কলেজ স্থাপিত হলে মৌলভীবাজারে নতুন মাত্রা যুক্ত হবে বলে তারা দাবি করেন।