শাহাদাত হোসেন অপু, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় উপজেলা আনসার ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে অর্ধশতাধিক আনসার ভিডিপি সদস্যদের মাঝে ঈদের বিশেষ উপহার তুলে দেওয়া হয়।
আজ (১১ই মে) মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয় প্রাঙ্গণে আনসার ভিডিপি সিলেট রেঞ্জ এর কমান্ডার মো: রফিকুল ইসলাম ও জেলা কমান্ড্যান্ট শফিউল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার শরিফ উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার অসিম কুমার কর, রুনা চৌধুরী, রঞ্জিত বিশ্বাস, উপজেলা প্রশিক্ষক পিসি খাজিরুল ইসলাম সহ প্রমুখ।