শাহাদাত হোসেন অপু, শ্রীমঙ্গল,মৌলভীবাজার।।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ভারী বৃষ্টিপাত ও হাওর অঞ্চলে বন্যার সম্ভাবনা থাকায় কৃষকদের জমির ধান কেটে সহযোগিতা করতে শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জল কান্তি দাশের নেতৃত্বে শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্বেচ্ছাশ্রমে ধান কেটে পৌছে দিয়েছে অসহায় কৃষকের বাড়িতে।
মঙ্গলবার (২৭শে এপ্রিল ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নের মধ্যম জামসি গ্রামের কৃষক আব্দুল আলিমের জমির ধান স্বেচ্ছাশ্রমে রোজা রেখে ধান কেটে দিলো কলেজ ছাত্রলীগ।
শ্রীমঙ্গল সরকারি কলেজের সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাস বলেন, গত বছর আমরা আমাদের শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ কৃষকের পাশে থেকে তাদের বাড়ি পৌঁছে দিয়েছিলাম। এ বছরো আমরা তাই করছি। যদি পরিস্থিতি এমনই থাকে তাহলে আগামী তো আমরা এভাবেই কৃষকের পাশে থাকবো।
উল্লেখ্য যে উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এ মৌসুমে উপজেলার ৯ হাজার ৬ শত ৫২ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এর মধ্যে হাওর অঞ্চলের নিচু জায়গায় ৩ হাজার ৭শত ২৭ হেক্টর জমি রয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, চলতি সপ্তাহে সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও হাওর অঞ্চলে আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে। এদিকে আামাদের হাওর অঞ্চলের ধান প্রায় ৮০ থেকে ১০০ ভাগ পেকে গেছে। হঠাৎ যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে এই পাকা ধানগুলো পানির নিচে পড়ে নষ্ট হয়ে যাবার সম্ভবনা রয়েছে।