কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর সংরক্ষিত বনের একাংশে লাগা আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বিকাল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বনে কিভাবে আগুন লাগল তার কারণ এখনো জানা যায়নি।
বনে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলমা।
আজ শনিবার (২৪শে এপ্রিল) দুপুর ১২ টার দিকে এ জাতীয় উদ্যানে আগুন লেগে যায়। স্থানীয় সূত্রে জানা যায় যে, লাউয়াছড়ার জাতীয় উদ্যানের বাঘমারা ক্যাম্প এলাকার স্টুডেন্ট ডরমেটরি অংশে কাজ করছিলেন কিছু শ্রমিক। কিন্তু দুপুর ১২টার দিকে তারা সেখানে হঠাৎ আগুন জ্বলতে দেখেন।
আগুন লাগার খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ৪ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় রাস্তা না থাকা ও পানির উৎস না থাকায় আগুন নেভাতে প্রচুর ব্যাগ পেতে হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এদিকে আগুনে বনের ভেতর প্রচুর গাছপালা পুড়ে যায়। এতে বনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে বন আগুন লাগার কারণ বন বিভাগ থেকে তদন্ত করা হবে বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী।