কমলগঞ্জ প্রতিনিধি।। মৌলভীবাজারের কমলগঞ্জে আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তী। কমলগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সকাল ৬ ঘটিকার সময় ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস- গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা) এর পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উক্ত পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে উপস্থিত ছিলেন জেলা এনপিএস -এর মৌলভীবাজার জেলা কো-অর্ডিনেটর সাংবাদিক এম.এ সালাম, কমলগঞ্জ থানা কো-অর্ডিনেটর ও দৈনিক অভিরাম বাংলার প্রকাশক ও সম্পাদক সাংবাদিক শামীম আহমেদ তালুকদার, দৈনিক আমাদের সংগ্রামের নির্বাহী সম্পাদক আমিনুর রহমান, দৈনিক আলোরদেশে২৪ এর সম্পাদক সাংবাদিক এস.এ মুমিনুল ইসলাম ফয়সল ও সদস্য কাওসার আহমেদ সহ এনপিএস এর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।