শাহ মোঃ মুতাহির হোসেন আজমি কমলগঞ্জ প্রতিনিধি।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মোস্তাক আহমদ আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ইং এ স্বপন ফ্রেন্ডস এন্ড এফসি চ্যাম্পিয়ন হয়েছে।
আজ মঙ্গলবার (২৩শে মার্চ) বিকেলে বর্নাঢ্য আয়োজনে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাঠে যুক্তরাজ্য প্রবাসী মোস্তাক আহমেদ আমন্ত্রণ মূলক গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় শ্রীমঙ্গল ফুটবল একাডেমীকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে স্বপন ফ্রেন্ডস এন্ড এফসি ভানুগাছ বাজার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিসবাউর রহমান।
কমলগঞ্জ উপজেলা ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে মাঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবুল আহমেদের পরিচালনায় ঈমান’স ফ্লীট এন্ড ম্যানেজমেন্টের সহযোগীতায় সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ রফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আসলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক এড.এএসএম আজাদুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বিলকিস বেগম, কমলগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, মাধপুর ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানু, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বণিক সমিতির সাধারণ সম্পাদক এড. মোঃ সানোয়ার হোসেন, সহ সভাপতি মামুনুর রশীদ, ক্রীড়া সংগঠক মোঃ মজিবুর রহমান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ আরমান হোসেন দোলন, সম্পাদক কয়েস আহমদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকের আলী সজিব প্রমুখ।
এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহন করে। খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন ফুটবল একাডেমি শ্রীমঙ্গলের খেলোয়াড় সজল।
খেলা শেষে বিজয়ী দলের হাতে টফি ও ৫০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথি এবং রার্নাসআপদল কেও ট্রফি ও ৩০ হাজার টাকার প্রাইজমানি হাতে তুলে দেন গেস্ট অফ অনার। প্রধান অতিথি তার বক্তৃতা বলেন যে, আগামী বছর খেলার আগে মাঠের উন্নয়ন করা হবে।