মোঃমহিউদ্দীন খাঁন স্টাফ রিপোর্ট।। মৌলভীবাজার জেলার কমলগনঞ্জ উপজেলার ১টি পৌরসভাসহ মোট ৯ টি ইউনিয়নে প্রাণী সম্পদ অধিদপ্তরের অধিনে একযোগে চলছে কুকুরের রেভিস ভ্যাক্সিনেটর কার্যক্রম।এই ভ্যাক্সিনেটর কার্যক্রমের মাধ্যমে কুকুরকে রেভিস ভ্যাক্সিনের ইনজেকশন প্রয়োগ করা হচ্ছে। যা জলাতন্ক প্রতিরোধক ও প্রতিষেধক হিসেবে কাজ করবে।এ বিষয়ে ভ্যাক্সিনেটর প্রোগামের প্রাণী সম্পদের দায়িত্বে কর্মরত ডাঃ মুহিবুর রহমান বশির বলেন,কমলগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নের সকল কুকুরকেই এই রেভিস ভ্যাক্সিনেটরের মাধ্যমে নিয়ন্ত্রন করা হবে।