রাসেল আহমদ (গোলাপগঞ্জ সিলেট) প্রতিনিধি।। গোলাপগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র আমিনুল ইসলাম রাবেলকে ৮নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় ইয়াগুল গেইটস্থ মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়।
৮নং ওয়ার্ডের বিশিষ্ট মুরব্বী মখলিছুর রহমান মখলাছের সভাপতিত্বে ও আনোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাখেন সংবর্ধিত অতিথি পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২০১৮ইং সালের পৌরসভার উপ-নির্বাচনে বিজয়ী হয়ে মাত্র ২ বছরে ২১ কোটি টাকার উন্নয়নে করেছি। গত ৩০ জানুয়ারির নির্বাচনে বিজয়ী করে পৌরবাসীর আবারো আমার উপর আস্থা রেখেছেন। ইনশাআল্লাহ এই ৫বছরে পৌর এলাকায় ১০০ কোটি টাকার উন্নয়ন করবো। মাদক ও সন্ত্রাস মুুুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন আধুনিক পৌরসভা গড়তে আমি কাজ করে যাবো। আর এজন্য পৌরবাসীর সহযোগিতা একান্ত প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ৮নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর মোঃ ফারুক আলী, ৪নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর এম ফজলুল আলম, ৭,৮,৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস মনাক্কা।
বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ডের শুয়াইবুর রহমান, আলাউদ্দীন মাষ্টার, জালাল আহমদ, রুমেল হাসান চৌধুরী পল্লব, ৭নং ওয়ার্ডের হেলাল আহমদ, ইতালী জাতীয় পার্টির সভাপতি রাহেল আহমদ তালুকদার, মাওলানা খালেদ আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি সুনা মিয়া, মনির আলী, আনর আলী, কুতুব আলী, মহব্বত মিয়া, সমছু মিয়া, সাংবাদিক জাহেদুর রহমান জাহেদ, যুবলীগ নেতা রাসেল আহমদ, সুমন আহমদ, পৌর আওয়ামীলীগ স্বেচ্ছাসেবক লোগের সাংগঠনিক সম্পাদক মাছুম আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা সাকিল হোসেন, আব্দুল কাদির, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন প্রমুখ।