আলোরদেশ২৪ ডেস্ক নিউজ।।
সিলেটের এম, সি কলেজের গনধর্ষনের ঘটনায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের হাইকোর্টে আবেদন।
বিগত ২৫শে সেপ্টেম্বর সিলেট এম, সি কলেজ ছাত্রাবাসে সংগঠিত গণধর্ষণের ঘটনায় মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সুয়ো মোটো (স্বতপ্রনদিত) রুল জারী করেন।
ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন উক্ত রুলের পক্ষ ভুক্ত হয়েছেন। জালালাবাদ এর পক্ষ থেকে সভাপতি ড. এ.কে আব্দুল মুবিন এবং সাধারণ সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন উক্ত দরখাস্ত মহামান্য হাইকোর্ট ডিভিশনে দাখিল করেন।
উক্ত সুয়ো মোটো (স্বত্ত প্রণোদিত) রুলের উপর আজ ১৮ই ফেব্রুয়ারী ২০২১ইং (বৃহস্পতিবার) তৃতীয় দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয়। আজকের শুনানীতে অংশগ্রহন করেন
ব্যারিষ্টার ফয়েজ উদ্দিন আহমদ এবং ব্যারিষ্টার আব্দুল কাইয়ুম শুনানীতে নির্যাতিত মহিলাকে উপযুক্ত ক্ষতি পূরনের জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। তারইসাথে নির্যাতিত মহিলার উপযুক্ত ক্ষতি পূরনের পক্ষে দেশ এবং বিদেশের বেশ কিছু নজির আদালতে উপস্থাপন করেন।
জালালাবাদ অ্যাসোসিয়েশনের দায়ের করা আবেদন এর উপর আগামী ২৫শে ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) আবারও মহামান্য হাইকোর্টে (আদালত) শুনানি অনুষ্ঠিত হবে।