রাসেল আহমদ, (গোলাপগঞ্জ সিলেট) প্রতিনিধি।।
সিলেটের গোলাপগঞ্জে ভ্রাম্যমান আদালতের পৃথক পৃথক অভিযানে অবৈধ ভাবে টিলার কাটা ও সরকারী জমি দখল করার অপরাধে দুজনকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমান করেছে ভ্রামমাণ আদালত।
আজ ১৭ই ফেব্রয়ারী বুধবার দুপুর ২টায় উপজেলার ২নং গোলাপগঞ্জ ইউনিয়নের ঘুগা গ্রামের কামরুল ইসলামকে অবৈধ ভাবে টিলা কাটার অপরাধে ৩ লক্ষ টাকা এবং বিকাল ৩টার দিকে ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল মৌজার কাকেশ্বর নদীতে অবৈধভাবে মাটি ভরাট করে সরকারি জমি দখল করার অপরাধে নগর গ্রামের আব্দুল হান্নানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
অভিযানে নির্বাহী ম্যাজেস্ট্যাট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাসের সাথে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সহযোগিতা করেন।
অনপুমা দাস বলেন, অবৈধ ভাবে টিলার কাটা ও সরকারী জমি দখল করে মাটি ভরাটের খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালাই। এসময় দুজনকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।