কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধ।।
মৌলভীবাজারের কমলগঞ্জে ড্রাগ সুপারের অভিযান। আজ মঙ্গলবার ৯ই ফেব্রয়ারী উপজেলার সদর ভানুগাছ বাজার ও আদমপুর বাজারে অভিযার পরিচালনা করেন সহকারী ড্রাগ সুপার শেখ মোঃ আহসান উল্লাহ।
অভিযান পরিচালনা করার সময় তিনি প্রত্যেক ফার্রমেসীর ভিতরে ঢুকে তারিয়া থাকা ঔষুধ গুলো ভালো দেখেন। ভানুগাছ বাজারে প্রতিটি দোকান ঘুরে ঘুরে দেখেন কোন অবৈধ ঔষধ আছে কিনা।ভানুগাছ বাজারে ফার্মেসী গুলোতে কোনো ধরনের অবৈধ ঔষধ পাওয়া যায় নাই বলেন।
তিনি আলোরদেশ২৪ ডটকম কে বলেন যে, আদমপুর বাজারে অভিযান পরিচালনা করেন। আদমপুর বাজারে মিতালী ফার্মেসীতে ভারতীয় অবৈধ ঔষধ পাওয়া গেছে এবং জেনিথ ফার্মাসিউটিক্যালস্ লিঃ নামে নকল ঔষধ ন্যাপ্রোক্সেন প্লাস পাওয়া গেছে।
অভিযান শেষে জনতা ফার্মেসিতে অবস্থানকালীন সময়ে সহকারী ড্রাগ সুপার ন্যাপ্রোক্সেন প্লাস নকল ও আসল ঔষধ চিনার কৌশল দেখালেন এবং বলেন এসব অবৈধ কর্মকাণ্ডের জন্য কোনো ফার্মেসী কে জরিমানা না করে ভালো পরামর্শ দিলেন। এসময়ে উপস্থিত ছিলেন জনতা ফার্মেসী ভানুগাছ বাজার ও আল-আমীন ফার্মেসীর মালিক প্রমুখ।