বিশেষ প্রতিনিধি।। মৌলভীবাজার সদর পৌরসভার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র পদপ্রার্থী মোঃ অলিউর রহমান। আজ শুক্রবার (২৯শে জানুয়ারী) সকালে ১১:৩০ মিনিটের সময় মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনেরর মাধ্যমে এ ঘোষণা দেন।
মেয়র পদপ্রার্থী মোঃ অলিউর রহমান বক্তব্যে জানান যে, পৌরসভা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ অভাব। নির্বাচনে থাকা মানে হামলা, মামলা ও সহিংস পরিবেশ সৃষ্টি হওয়া। এ প্রেক্ষাপটে বিএনপির প্রার্থী মোঃ অলিউর রহমানের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান ভিপি মিজান, যুগ্ন-সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্বল, সহ-সম্পাদক আব্দুর রহিম রিপনসহ নেতৃবৃন্দ প্রমুখ।