স্টাফ রিপোর্টার এম. আজমী।।
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর রাসেল মতলিব তরফদারের উদ্যোগে ১৫০জন অসহায় গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। সিলেট মহানগর আওয়ামীলীগের সদস্য ও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদারের সহযোগিতায় রামপাশা লোকমান তরফদার চত্বরে ১৫০ জন অসহায় মানুষের মধ্যে শীতের কম্বল বিতরণ কর হয়। উপস্থিত ছিলেন ইংল্যান্ডের বার্মিংহাম যুবলীগের সভাপতি হাছান মাহমুদ, জালালাবাদ থানার ছাত্রলীগের সভাপতি আলী বাহার, সিলেট মহানগর শ্রমিকলীগের যুগ্নআহবায়ক রুহেল তরফদার, জগলু আনছারী, রুমেল তরফদার, সৈয়দ লনই মিয়া, জহুর আলী, মামন মিয়াসহ এলাকার মুরব্বিয়ান ও যুব সমাজবৃন্দ।