ই.আ.রাজু মৌলভীবাজার জেলা প্রতিনিধি।।
গতকাল ২৩ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ শনিবার কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজের মৌলভীবাজার সদর উপজেলার বেসরকারী মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের সহকারি শিক্ষকদের নিয়ে সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
মৌলভীবাজার সদর উপজেলার কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজে এর হল রুমে জেলা বেসরকারী সহকারী শিক্ষক সমিতির বর্ধিত সভায় মোঃ আশরাফুল আলম শিপন কে আহ্বায়ক এবং উজ্জ্বল কুমার ধর কে সদস্য সচিব করে ৩১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
উক্ত সভায় মৌলভীবাজার সদর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সহকারি শিক্ষকদের উপস্থিতিতে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
উক্ত সভায় মৌলভীবাজার জেলার বেসরকারি সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক জনাব লুৎফুর রহমান ও সদস্য সচিব জনাব আনোয়ার হোসেন সহ বিভিন্ন উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বেসরকারী শিক্ষকদের বিভিন্ন দিকে বঞ্চনা ,অবিলম্বে জাতীয়করণ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বাণিজ্য নিয়ে বিভিন্ন মতামত প্রদান করেন ।