স্টাফ রিপোটার এম. আজমী।।
বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী প্রতিরোধে মৌলভীবাজার জেলার কমলগঞ্জে হযরত মাওলানা শাহ ইয়াছিন (রহঃ) এর ৮৩ তম বাৎসরিক ওরশ মাহফিল আগামী ২৬শে জানুয়ারী ২০২১ইং খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার হযরত শাহ আজম (রহঃ) দরগাহ্ শরীফে হচ্ছে না।
উল্লেখ্য, হযরত শাহ আজম (রহঃ) হচ্ছেন হযরত শাহ ইয়াছিন (রহঃ) এর একমাত্র খলিফা। হযরত শাহ্ ইয়াছিন (রহঃ) ভারত, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তথা মৌলভীবাজার সহ বিভিন্ন এলাকায় ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। হযরত শাহ ইয়াছিন (রহঃ) এর মাজার শরীফ ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহর এলাকায় অবস্থিত। হযরত শাহ আজম (রহঃ) দরগাহ্ শরীফ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২৬শে জানুয়ারী রোজ মঙ্গলবার বাদ মাগরিব থেকে পবিত্র কোরআন শরীফ খতম, খতমে খাজেগান, জিকির আজকার ও মিলাদ মহফিলের মাধ্যমে রাত ১০ ঘটিকায় দেশ ও বিদেশের শান্তি কামনা করে আখেরী মোনাজাত হবে। আখেরী মোনাজাত পরিচালনা করবেন দরগাহ্ শরীফের বর্তমান পীর সাহেব উস্তাদুল উলামা হযরত মাওলানা মোশররফ আলী ছাহেব।