এম. এম উদ্দীন খাঁন বিশেষ প্রতিনিধি।।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ১৯ই জানূয়ারী সন্ধ্যা ৭ ঘটিকায় সামাজিক সংগঠন শমসেরনগর স্বরবৃত্ত সংসদনামে আত্নপ্রকাশ অনুস্টানের আয়োজন করা হয়। উক্ত অনুুুষ্ঠানে কবি রূপক মোহিনের সঞ্চালনা পরিচালনায় শমশের নগরের কবি শহীদ সাগ্নিক কে আহবায়ক করে অস্হায়ী কার্যালয় শমশেরনগর পশ্চিম বাজারস্হ মেসার্স, খাঁন ফার্মেসীতে নব গঠিত নতুন কমিটি গঠন করাহয়। আলোচনা সভা হয়। উক্ত আলোচনা সভায় স্বরবৃত্ত সংসদের প্রয়াত সদস্য শিক্ষক ফয়জুর রহমান’এর অকাল মৃত্যুতে এক শোক প্রস্তাব ও তার আত্মার মাগফেরাত কামনা করা হয়। নিম্নে স্বরবৃত্ত সংসদের নবঘঠিত কমিটি নাম প্রকাশ করা হলো।
উপদেস্টা কমিটিঃ- কবি শহীদ সাগ্নিক, কবি ও সুজা মেমোরিয়াল কলেজর অধ্যক্ষ ম.মোর্শেদুর রহমান, গবেষক দীপংকর মোহন্ত।কবি ও প্রভাষক শাহজাহান মানিক, আবৃত্তিকার ও সংঘটক শামসূল হক মিন্টু, মানিক পাল তাপস, সভাপতিঃকবি রূপক মোহিন,
সহ সভাপতিঃ ম.মূমিনূর রহমান শিক্ষক,
সাধারন সম্পাদকঃসাকিব নূরূল,
সহঃসাধারন সম্পাদক মো:মহীউদ্দিন খাঁন (শাহান),
নবাগত সদস্য বৃন্দ নীলিমা আক্তার পিয়া, রাশেদূজ্জামান রূবেল, ইশতিয়াক সাগ্নিক, মোঃমহীউদ্দিন ফয়েজ, ফাহিম আহমেদ,এম,এ,সুফিয়ান,দেলোয়ার সজিব,এস,আই,সবুজ ও ফাতেমা আক্তার প্রমুখ। চা চক্রের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষনা করেন নবনির্বাচিত সভাপতি কবি রূপক মোহিন।