রুবেল আলী ঢাকা প্রতিনিধি।।
একটি বাজপাখি তাড়াহুড়ো করে মাছ শিকার করতে গিয়ে ভুল করে একটা ভয়ংকর সাপকে মাছ ভেবে খেয়ে ফেললো। এবার সে আকাশে উড়তে শুরু করলো
কিন্তু অচিরেই সে অনুভব করলো যে, সাপটি তার পেট ছিড়ে বাহিরে বের হয়ে যাচ্ছে
অগত্যা পাখিটি এখন চিরকালের জন্য আকাশ থেকে জমিনে নেমে আসতে লাগলো তার
জীবিকার ক্ষেত্রে তাড়াহুড়ো করে রাতারাতি বড়োলোক হওয়ার জন্য হারাম গ্রাস করা ও অবৈধ পন্থা অবলম্বন করা উচিত নয়
হয়তোবা এই হারাম গ্রাস ও অবৈধ মাধ্যমটি নিজের মান সম্মান জীবনটাই কেড়ে নিতে পারে
মানুষ ঠকিয়ে, মানুষের হক মেরে, জোরজবরদস্তি করে যে টাকার পাহাড় বানানো হয় একটা সময় সেটা ভয়ংকর সাপ হয়ে দংশন করে