রাজশাহী প্রতিনিধি।।
রাজশাহী শাহ-মখদুম বিমানবন্দরে একটি প্রশিক্ষণ বিমান অবতরণের সময় বিমানের চাকা ভেঙ্গে যায়। তাই সাময়িক ভাবে বিমান চলাচল বন্ধ আছে।
এবিষয়ে সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান সাংবাদিকদের জানান যে, আজ শনিবার ৯ই জানুয়ারী বিকাল প্রায় ৩ ঘটিকার সময় গ্যালক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান মডেল নং S2AFK অবতরণের সময় হার্ড ল্যান্ডিং এর কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। এ সময়ে প্রশিক্ষণ বিমানের চাকা ভেঙ্গে যায়।
প্রশিক্ষণ বিমানের আরোহীদের মধ্যে গ্যালাক্সি ফ্লাইং একাডেমির চীফ ইন্সট্রাক্টর পাইলট ক্যাপ্টন মশিউর রহমান ও একজন প্রশিক্ষণার্থী ছিলেন বিমানে এর মধ্যে একজনে হালকা সমস্যা হয়েছে। বিমান দুর্ঘটনার কারণে রাজশাহী বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক ভাবে বন্ধ আছে।