কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি ।। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইলেক্ট্রিশিয়ান সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাফর ইকবাল রিপনকে গতকাল রাতে দুষ্কৃতিকারীরা গাড়ী চাঁপা দিয়ে প্রাণে হত্যার চেষ্টা চালায়।
ঘটনার বিবরণে জানা যায়, গতকাল ২৩ শে ডিসেম্বর বুধবার রাত আনুমানিক ১১.২৫ ঘটিকায় তার কর্মস্থল শমসের নগর থেকে মোটর সাইকেল যোগে আদমপুর রোড় হয়ে বাড়ী ফিরছিলেন। উপজেলা চৌমুহনী অতিক্রম করে তিনি যখন আদমপুর রোড ধরে কমলগঞ্জ পৌরসভার আলেপুর এলাকাস্থ তার বাড়ীর দিকে রওয়ানা হন। তখন পূর্ব থেকে ভানুগাছ চৌমুহনীতে একটি সাদারঙের প্রাইভেট কার নিয়ে ওৎ পেতে থাকা দুষ্কৃতিকারীরা তার পিছু নেয়। এবং একাধিকবার তাকে চাঁপা দেওয়ার চেষ্টা করে দুষ্কৃতিকারীরা মরিয়া হয়ে উঠে। তিনি প্রাণ রক্ষার্থে আলেপুর জামে মসজিদ রোডে ঢোকেও শেষ রক্ষা হয়নি। দুবৃত্তরা তাদের গাড়ী দিয়ে মোটর সাইকেলকে সজোরে আঘাত করে পালিয়ে যায়। মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ধানক্ষেতে পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কমলগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে যান। এ প্রতিবেদকের সাথে আলাপকালে জাফর ইকবাল রিপন বলেন, এই ঘটনায় তার ডান পা ভেঙ্গে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার মতে এটি একটি পরিকল্পিত ঘটনা। তিনি মনে করেন, এলাকার একটি মাদ্রাসার কর্তৃত্ব নিয়ে স্থানীয় এক প্রভাবশালীর সাথে তাদের পারিবারিক বিরোধের জের হিসাবে কিছুদিন পূর্বে ঐ প্রভাবশালী তাকে দেখে নেয়ার হুমকী দিয়েছিলেন। তিনি মনে করেন, এটা ঐ প্রভাশালী ব্যক্তিরই কাজ। তিনি বলেন আমি নয় শুধু এই ঘটনায় আমার গোটা পরিবার এখন নিরাপত্তা হীনতায় ভূগছে । আমি আমার ও আমার পরিবারের জানমালের নিরাপত্তা বিধানের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি।
কমলগঞ্জ ইলেক্ট্রিশিয়ান সমিতির সভাপতি মোঃ মখসুদ আলী এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।