রাসেল আহমদ, (গোলাপগঞ্জ প্রতিনিধি)
আসন্ন পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ড স্বরসতী এলাকায় কাউন্সিলর পদে প্রার্থীতা করবেন সাংবাদিক খালেদ হোসেন। তিনি আগামী ৩০শে ডিসেম্বর (২২শে ডিসেম্বর) মনোনয়নপত্র জমা করবেন। ইতিমধ্যে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচন অফিসার সাইদুর রহমানের কাছ থেকে তিনি মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেন। তিনি এলাকার সকলের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
খালেদ হোসেন দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবায় নিয়োজিত রয়েছেন। এছাড়া তিনি জি টোয়েন্ট ফোর টেলিভিশনের চেয়ারম্যান ও দ্যা সিলেট টোয়েন্ট ফর ডট কমের সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এছাড়া জাতীয়, স্থানীয় ও ভারতের একটি পত্রিকায় কাজ করছেন।