1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
বিশ্বনাথে এক যুবক ফেইসবুকে মহানবী (সাঃ) নিয়ে আপত্তিকর পোস্ট - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
আগামীর বাংলাদেশ তরুণদের হাতে তুলে দেব বললেন ডা. শফিকুর রহমান কমলগঞ্জে শীতার্তদের পাশে মানবিক পুলিশ ছিদ্দিকুর   কমলগঞ্জে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু! অতি বিপন্ন প্রজাতির ৬টি হলুদ কচ্ছপ ট্রান্সমিটার সংযুক্ত করে লাউয়াছড়া বনে অবমুক্ত চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি শুরু কমলগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কমলগঞ্জে মহান বিজয় দিবসে কুচকাওয়াজ ও বার্ষিক  ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত জেল থেকে মুক্তির পর জেলগেট থেকে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান বদরুল কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপন কমলগঞ্জে লাউয়াছড়ায় বনে বগি রেখেই চলে গেলো ট্রেন

বিশ্বনাথে এক যুবক ফেইসবুকে মহানবী (সাঃ) নিয়ে আপত্তিকর পোস্ট

  • প্রকাশিত : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৬৯০ বার দেখা হয়েছে

বিশ্বনাথ সিলেট প্রতিনিধি।।

সিলেট বিশ্বনাথে এক যুবক তার নিজের ফেসবুক আইডির স্টোরিতে মহানবী (সাঃ) কে নিয়ে একটি আপত্তিকর স্ক্রিনশট পোস্ট করার অভিযোগ উঠেছে তার নাম সুব্রত সোম (২২) । তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের প্রয়াগমহল গ্রামের শৈলেন সোমের ছেলে। তার আইডি হ্যাক হয়েছে দাবি করে।

আজ (৪ঠা ডিসেম্বর) শুক্রবার সকালে থানায় সাধারণ ডায়েরী করতে গেলে তাকে পুলিশি হেফাজতে রেখে তার বিরুদ্ধে ডায়েরী করার পর বিকেলে সিলেটের আদালতে প্রেরণ করা হয়।

স্থানীয় একটি সূত্র জানায়, কয়েকদিন পূর্বে সুব্রত সোম নামের ফেসবুক আইডির স্টোরি অপশনে মহানবী (সাঃ) কে নিয়ে একটি আপত্তিকর মন্তব্যের স্ক্রিনশট আপলোড করা হয়। বিষয়টি মুসলিম নেটিজেনদের দৃষ্টিগোচর হলে তারা ক্ষুব্ধ ও প্রতিবাদী হয়ে উঠেন। অনেকে তাদের ফেসবুকে ‘সুব্রতের পোস্টের স্ক্রিনশট’ দিয়ে প্রতিবাদ জানাতে থাকেন। বিষয়টি আঁচ করতে পেরে আইডি হ্যাক হয়েছে দাবি করে শুক্রবার সকালে থানায় সাধারণ ডায়েরী করতে যান সুব্রত সোম। বিশ্বনাথ থানা পুলিশ তার ডায়েরী গ্রহণ না করে উল্টো বিকেলে তার বিরুদ্ধে সাধারণ ডায়েরী করে বিকেলে সিলেটের আদালতে তাকে প্রেরণ করে।

এদিকে, ফেসবুকের ওই পোস্টের জেরে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হলে অভিযুক্ত সুব্রত সোমের বাড়িতে আজ শুক্রবার সকাল থেকে ৪ জন পুলিশ মোতায়েন করা হয়। দুপুরে ঐ এলাকায় ছুটে যান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম মুসা। তিনি স্থানীয় প্রীতিগঞ্জ বাজার জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় তিনি বিষয়টির তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে জানিয়ে বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে দেখা গেছে সুব্রত সোমের আইডি হ্যাক হয়েছে। তার আইডিতে সে নিজেই প্রবেশ করতে পারছে না। হ্যাক হওয়ার বিষয়টি সে গতকাল রাতে ফোনের মাধ্যমে আমাকে জানায়। আজ সকালে জিডি করতে সে থানায় উপস্থিত হয়। আমরা তার জিডি না নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশি হেফাজতে রাখি। বিষয়টি অধিক গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তিনি এলাকার সবাইকে শান্ত থাকার আহবান জানান। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন ও সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ শফিকুর রহমানও বক্তব্য রাখেন।

নিজের আইডিতে সুব্রত সোম প্রবেশ করতে পারছে না-ওসি শামীম মুসা এমন বক্তব্য দিলেও খোঁজ নিয়ে দেখা গেছে বেশ কয়েক ঘন্টা আগে ওই আপত্তিকর পোস্টটি মুছে দিয়ে সে জন্য ক্ষমা চেয়ে আইডিতে নতুন একটি পোস্ট করা হয়েছে।

এ বিষয়ে ওসি শামীম মুসার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, নতুন পোস্টটিও হ্যাকার করেছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান যে, আজ বিকেলে তাকে সিলেটের আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed