1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে বিমানবাহিনীর প্রশিক্ষণ ও সমাপনী অনুষ্ঠান - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
আগামীর বাংলাদেশ তরুণদের হাতে তুলে দেব বললেন ডা. শফিকুর রহমান কমলগঞ্জে শীতার্তদের পাশে মানবিক পুলিশ ছিদ্দিকুর   কমলগঞ্জে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু! অতি বিপন্ন প্রজাতির ৬টি হলুদ কচ্ছপ ট্রান্সমিটার সংযুক্ত করে লাউয়াছড়া বনে অবমুক্ত চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি শুরু কমলগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কমলগঞ্জে মহান বিজয় দিবসে কুচকাওয়াজ ও বার্ষিক  ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত জেল থেকে মুক্তির পর জেলগেট থেকে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান বদরুল কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপন কমলগঞ্জে লাউয়াছড়ায় বনে বগি রেখেই চলে গেলো ট্রেন

কমলগঞ্জে বিমানবাহিনীর প্রশিক্ষণ ও সমাপনী অনুষ্ঠান

  • প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৮৫৭ বার দেখা হয়েছে

মোঃ মহিউদ্দীন খাঁন কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।


মৌলভীবাজারের কমলগঞ্জে শমশেরনগর রিক্রুট্স ও প্রশিক্ষণ স্কুলে দেশে প্রথমবারের মতো নারী সেনা সদস্যদের সমন্বয়ে বাংলাদেশ বিমান বাহিনীর ৪৮তম নব বিমান সেনাদলের প্রশিক্ষণ ও সমাপনী কুচকাওয়াজে ৭৫২ জন রিক্রুটকে বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়।

আজ ২৫শে নভেম্বর বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন  করেন বিমান বাহিনীর প্রধান চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বলেন, ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর বাংলাদেশ মুক্ত হওয়ার বিমানবাহিনীর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে কাজ শুরু করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাহিনীকে আধুনিক প্রযুক্তি সম্পন্ন করতে প্রয়োজনীয় অত্যাধুনিক জঙ্গী বিমান, হেলিকপ্টারসহ অত্যাধুনিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে কাজ করছেন।

তিনি বলেন, বিমান বাহিনী দেশের যে কোন দুর্যোগে মানব সেবায় কাজ করছে। চলমান করোনাকালে বিমান বাহিনীর হেলিকপ্টার জনপ্রতিনিধি, খ্যাতিমান মানুষ, সরকারি কর্মকর্তা ও গুণিজনদের বহন করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাচ্ছে।

উল্লেখ্য যে, এবারের প্রশিক্ষণ কুচকাওয়াজের মধ্য দিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসে প্রথমবারের ৬৪ জন মহিলা রিক্রুট অন্তর্ভুক্ত হয়েছে।

প্রশিক্ষণে শিক্ষা বিভাগে এসি-২ শেখ দিদারুল ইসলাম ও জেনারেল বিভাগে সেরা রিক্রুট নির্বাচিত হয়েছে। সার্বিক বিষয়ে কৃতিত্বের জন্য এসি-২ ইমাদ উদ্দীন মজুমদার নির্বাচিত হয়েছেন।
প্রধান অতিথি সেরা বিমানসেনার মাঝে ট্রফি বিতরণ করেন। প্রধান অতিথি আরও বলেন নব বিমানসেনারা সততা, একাগ্রতা ও নিষ্ঠার সাথে কাজ করে বিমান বাহিনীর যোগ্য বিমানসেনা হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে।

তার আগে বিমান বাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে বিমানবাহিনী ঘাঁটি বামার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ নজরুল ইসলাম, রিক্রুটস ট্রেনিং স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন আবু জাহিদ মহসীন তাঁকে স্বাগত জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার ফারুক আহমদ, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো.রফিকুর রহমান, বাংলাদেশ বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সামরিক ও বেসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed