নিজস্ব প্রতিনিধি।।
সিলেটে এনএটিপি-২ প্রকল্পের আওতায় “লিপদের স্পেশাল টেকনোলজি” শীর্ষক প্রশিক্ষণ ৪দিন ব্যাপি অনুষ্ঠিত হয় সিলেট মৎস্য প্রশিক্ষণ কেন্দ্ররে।
আজ ২১শে নভেম্বর শনিবার প্রশিক্ষণ সমাপ্তি হয়। এর আগে ১৮ই নভেম্বর মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র সিলেটে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করবেন। সিলেট বিভাগের উপ-পরিচালক এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএটিপি-২ প্রকল্পের উপ পরিচালক, প্রশিক্ষণ সমন্বয়কারি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার ডিএফও।
চার (০৪)দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন নবীগঞ্জ, দিরাই, জগন্নাথপুর, কমলগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলার ২৫জন লিফ।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ দিয়েছেন। উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাইদুর রহমান শ্রীবরদি, শেরপুর ও মোঃ ফেরদৌস মৎস্য সম্প্রসারণ অফিসার এনএটিপি২ মধুপুর, টাংগাইল।