কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি।।
কমলগঞ্জের দেওড়াছড়া চা বাগান প্লান্টেশন এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের (২০) এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যয় দেওড়াছড়া চা বাগানের ১৬ নম্বর সেকশন থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে কমলগঞ্জ থানার পুলিশ। চা শ্রমিকরা জানায়, শুক্রবার দুপুরে ১৬ নম্বর সেকশনে চা পাতা উত্তোলনকালে পঁচা গন্ধ পান। এ সময় তারা গন্ধের অনুসন্ধান করতে গিয়ে চা প্লান্টেশন এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ দেখতে পান। তার গায়ে আকাশি কালারের মধ্যে সাদা জলচাপের থ্রি পিস জামা রয়েছে। চা শ্রমিকরা অনুমান ২০ বছর বয়সী ওই নারীর গরিত লাশ দেখে বিষয়টি তারা চা বাগান ব্যবস্থাপককে জানান। পরে বাগান ব্যবস্থাপক বিষয়টি কমলগঞ্জ থানাকে অবহিত করলে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সন্ধ্যায় ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরন করা হয়।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, কয়েক দিনের পুরানো গলিত লাশের দেহে পোকা ধরে ফেলেছে। যার কারণে তার চেহারা চেনা যায়নি। শুক্রবার রাত ৮ টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।